Friday, May 25, 2012

খোকাও বলে তাই!

মা বলে চাঁদ মামা
খোকাও বলে তাই!
ছোট্ট খোকা ভাবে মনে
এর বিহিত চাই ।
আমার যদি মামা হয়
তোমার হবে ভাই ,

চাঁদকে তুমি ডাকার সময়
ডাকবে যেন তাই ।

সত্যি কথা বললিরে তুই
এতদিনে খোকা ,
তুই যে খোকা আগের মত
নেই আর বোকা ।

Monday, May 21, 2012

আবছায়া


গোধূলি লগনে দেখেছিলাম মুখখানি তার
প্রজাপতির ডানার মতো অপূর্ব, দু`চোখে সন্ধ্যা আধার,
কত স্বপ্নভরা রাত আর শিশিরের ভোরে
ভেবেছি তারে আনমনে, বেধেছি প্রেমডোরে

বুনোলতার মতো স্বপ্ন হয়েছিল পরগাছা
একটু আশা, ভালবাসা তাই নিয়ে স্বপ্নের বাঁচা
কত সন্ধ্যায়,কত আধারে খুঁজেছি আমি তারে
বৃষ্টির মতো হারিয়ে গেলে দূর অন্ধকারে

কোন এক দিন


হয়ত দেখা হবে কোন একদিন
             অচেনা এক সন্ধ্যায়,
পাখিদের কোলাহল কাটিয়ে
মুখরিত হয়ে উঠবে তুমি
মৃদু হা্ওয়ায় উড়ে যাবে
           বাঁশ আর হিজলের পাতা
আকাশে মেঘের মৃদু সঞ্চালন
              বৃষ্টির ব্যর্থতায়
ফুলের সুভাস হয়ত আমি পাব
কিন্তু সে ফুল ধরা হবে না

স্মৃতির বিমলিন পাতা হয়ত জেগে উঠবে,
মনের বিনষ্ট আশাগুলো প্রাণ ফিরে পাবে
কিন্তু তুমি তখন দূর বহু দূরে

জানিনা কখন,কিন্তু দেখা হবে
             হয়ত কোন এক দিন...

Friday, April 27, 2012

নীরবতা ভেঙ্গে



পৃথিবীতে কলহের
নিত্য উপদ্রুব,
সময়ের শৃঙ্খল ভেঙ্গে
হারিয়ে যেতে চাই
           বহুদূর!
পিছুটানের শহর
আমায় নিশ্বাস
নিতে দেয় না,
ছাড়াতে দেয় না
মুহূর্তের বাধন
একমুঠো মুক্ত বায়ুর
প্রত্যাশায়
নিত্য হাহাকার

নীরবতা ভেঙ্গে
একদিন জেগে উঠি আমি,
আর জেগে উঠবে তুমিও,
ভেজা বায়ুর নিঃশ্বাসে
নেমে আসবে
এক পশলা বৃষ্টি,
হাত ধরে হাতে
আমরা চলে যাব
        বহুদূর