Saturday, August 27, 2011

গাছে চড়া

হাতির ভীষণ ইচ্ছে হলো উঠবে চড়ে গেছে
সেই আশাতে মত্ত হয়ে আনন্দে সে নাচে,
ঐ দেখ না বানরগুলো
খাচ্ছে বসে সাদা মুলো।
হাতি বেটার বুক ফেটে যায় ওদের প্রতি ইর্ষে
এইবার সে ভাঙবে রেকর্ড উঠে গাছের শীর্ষে
এমন আজব কথা শুনে
পাখি ছড়ায় জন-কুজনে
শিয়াল বাঘ চামচিকারা উঠতে বলে গাছে
উঠলে পড়ে বুঝবে মজা কেমন বিপদ আছে!
কারো কথায় কান না দিয়ে
উঠলো হাতি গাছে,
গাছে উঠেই আনন্দে সে
তা ধিন তা নাচে।
ভাঙলো ডাল ফট ফটাফট;
এরপরে যা ঘটলো তা কী তোমরা জানোরে?
হাতির কাজ হাতির মানায় বানরেরটা বানরে।

নালিশ

যা করেছি ,সব ভুলে যা
করিস না তুই নালিশ
জানতে পারলে আম্মু আমায়
মেরে করবে পালিশ!!
চুরি করেছি দু‘জন মিলে
তোরটা না হয় নিল চিলে
তাই বলে তুই করবি নাকি রাগ?
না হয় তোকে
আমার থেকে আমার থেকে দিলাম কিছু ভাগ।
কালকে আবার করব চুরি
রমিজ মিয়ার গাছে
সেথায় নাকি টুকটুকে লাল
পেয়ারা পেকে আছে!
সত্যি বলছি,তোকে দেবো
সেসব ফলের ভাগ
দু‘জন মিলে করবো চুরি
করিস না আর রাগ।