Monday, April 25, 2011

অভিমানী খোকা

এইরে খোকা,কি হল তোর,একটু কাছে আসবি না?
চুমু খেয়ে দুষ্টরে তুই একটুখানি হাসবি না?
খোকা বুঝি রাগ করেছে,মুখটা অমন ভার করেছে,
দুষ্টমিতে পাক ধরেছে?
খেলনা নাকি কম পড়েছে,কেউ বুঝি গাল দিয়েছে?
হাতের খাবার কাক নিয়েছে?
আমার খোকার মনটা খারাপ,চাঁদের কাছে নালিশ যাবে।
সূর্য়ি মামা জানবে যখন উচিত রকম শিক্ষা পাবে।

তুমি মা আমায় ছেড়ে থাকো যখন অনেক দূরে
চাঁদের সাথে কথার ছলে,মনটা আমার অনেক পুড়ে।
আমি বুঝি খারাপ ছেলে!কি ক্ষতি আমার সাথে থাকলে পরে
মনটা আমার সদা্ই খারাপ থাকি যখন একলা ঘরে।

আচ্ছা খোকা কান ধরেছি
বাইরে যা্‌ওয়া এই ছেড়েছি,
একলা ঘরে আমার খোকা থাকবে না আর একটি দিন
হাসি খেলায় কেটে যাবে অবুঝ খোকার রাত্রি দিন।

Tuesday, April 5, 2011

বাংলা মাকে

থোকায় থোকায় ফুল ফুটেছে কৃষ্ণচূড়ার ডালে
বাংলার মাটি লাল হয়েছে সেই সে রক্ত লালে।
রাষ্টভাষা বাংলা হবে সেই দাবিতে নামল যারা পথে
বাংলা আমার বাংলা তোমার চলবে না কারো কথাতে।

বাংলা ভাষা মায়ের ভাষা,পাখির ভাষা,প্রাণের ভাষা
রফিক শফিউর জব্বারের বিলিয়ে দেয়া প্রাণের আশা।
পাখির সুরে নদীর টানে পাই যে খোঁজে বাংলা মাকে
বিশ্ব আজ সালাম জানায় শ্রদ্ধাভরে বাংলা মাকে।

Friday, April 1, 2011

wide your vision

ARAFAT MUNNA is one of the youngest writer of Bengali literature.He believes in his power.He shows his writing skill in poem,short story,drama and novel.He starts writing from his early age.His first poem was published in 'TOITTOMBER' at the age of ten.He was born in shalchar,chandina in the district of comilla in 29 march.He passed his primary level from 'SHALCHAR GOVERNMENT PRIMARY SCHOOL' in his village.Then he came to dhaka with his family and admitted into 'MOTIJHEEL MODEL HIGH SCHOOL'.After getting golden G.P.A-5 in s.s.c. from 'MOTIJHEEL MODEL HIGH SCHOOL',he was admitted in the notre dame college(Number one college of dhaka city).In school life, he stood first in all exam.He is famous for his fluently writing.'Padda andSujan' is the most famous creating character of his.The first story of this series was published in three magazine (The daily azkar kagoz,The daily inkilab and the khabarer antarala)

পহেলা বৈশাখ

রমনার বটমূলে ছেলে-বুড়ো সবে
আনন্দে মেতে উঠে মহা কলরবে।
লোকেদের গায়ে শোভা পায় বাংলার রূপ
বিদেশী সংস্কৃতি তখন থাকে যেন চুপ।
গ্রাম থেকে শহরে বসে বৈশাখী মেলা
ছুটোছুটি লুটোপুটি কত নানা খেলা।
ইলিশ আর পান্তাভাত সবাই যায় খেতে
গরীব-দুখী ভুলে দুখ আনন্দে মেতে।
মেলাগুলো নানা রকম পশরা নিয়ে সাজে
আনন্দ ছাড়া মন বসে না যেন কোন কাজে।
পহেলা বৈশাখ হাসি-খুশিতে থাক ভরে
এ আনন্দ আসুক বাংলার প্রতিটি ঘরে।