Wednesday, March 23, 2011

স্বপ্নের হ্রাস

রুপালী জোস্নারা ঝরে পড়ে
দিঘির জলে,
বাধ ভাঙা স্বপ্নেরা ছুটে চলে
কাটা তারের
বেড়া গলে।
নিরুদ্দেশে ছুটে চলা
ক্লান্তি আর অবসাদে থেমে যাওয়া,
তবু আমি শুনতে পাই
`ছুটে চলো' যুগান্তরী হাওয়া।
কে যেন আমায় স্বপ্ন দেখায় !
নিশ্চিত থাকি হবে না পাওয়া।
কিন্তু পাল্টে যায়,পাল্টে যায় ইতিহাস
আমার হাতের ইতিহাস ,
বিজয়ের পর তবু হয়
স্বপ্নের হ্রাস!

No comments:

Post a Comment