Saturday, July 9, 2011

দূর হতে আরো দূরে

যাও ভুলে যাও
আজ পিছু ডাকবো না,
যাও চলে যাও
দূর হতে আরো দূরে
সব স্মৃতি মুছে দিয়ে
গহীনের অন্ধক্ষণে।
হৃদয়ের যত
অনুভূতি ছিল
হয়ে গেছে পাথরের
মরা কান্না।
শুকনো পাতার মতো
রৃষ্টিতে ভেসে গেছি
তবু ফিরে চাইলে না।
অশ্রুর ভেজা জল
তোমার কাছে
শুধুই বৃষ্টির ফোঁটা,
শালিকের অবুঝ ডাক
শুধুই মিছে কোলাহল।

নিশীথের অন্ধকারে
ম্লান হয়ে আসে
ভুলে ভরা ইতিহাস।

শ্রাবণের মিথ্যে রাতের গল্পে
নিশাচররা স্বপ্নহীন,
তোমার মাঝে আজও
মিথ্যেরা রঙীন।

কষ্টের মাঝে লীন হয়
প্রাণহীন জীবিত মানুষ,
যাও চলে যাও
শুধু ফিরে চেও না,

অবাক হয়ে
নির্লীপ্ত আমি।