Wednesday, May 25, 2011

এ বৃষ্টি ছুঁয়ে যাক তোমার হৃদয়

এই বৃষ্টির শব্দ
তুমি শুনতে কি পাও?
পাংশু মেঘের ক্রন্দন
লক্ষ বছর ধরে
মুছে দিয়ে যাচ্ছে
বিরহের কালো জল।

পৃথিবী দেখেছে ক্লিওপেট্রার
বৃষ্টিস্নাত দেহ
আর আজও মনে রেখেছে।
ইতিহাসের কত রূপসী রমনী
বৃষ্টিকে দেখিয়েছে
রূপ আর যৌবনের অদম্য বিলাস।

দু'মেরুতে আজ বৃষ্টি ভেজা
রাত্রি,
পার্থক্য শুধু সময়।
ভাবনার দৃশ্যপটে
বৃষ্টিময়
তোমার আমার কাব্য।
এ বৃষ্টি আমার হৃদয় ছুঁয়েছে
আর ছুঁয়ে যাক
তোমার হৃদয়।

Sunday, May 15, 2011

ভালবাসার জলছাপ

ঝরে গেছে শুকনো পাতা
বসন্তের শেষ দিনে,
আলো আর আধারের সন্ধিক্ষণে
তৈরি হয় হাজারো
ছায়াকাব্য।
বিলীন অন্ধকার ম্লান হয়ে
ফিরে আসে দিনের আলো,
অপেক্ষার শুরু না অবসান
দ্বিধাগ্রস্ত ভালবাসার
মহান পুরুষ।
আঁধারের মাঝে আঁধার
নাকি আলোর মাঝে তুমি?
ভালবাসার জলছাপ
শুধুই কি মরিচীকা নাকি আরো কিছু!
তবু তুমি এসো,
অর্ভ্যথনা জানিয়ে
দিগন্তের শেষ আলো,
আর একমুঠো বেঁচে থাকার আশায়।