Tuesday, April 5, 2011

বাংলা মাকে

থোকায় থোকায় ফুল ফুটেছে কৃষ্ণচূড়ার ডালে
বাংলার মাটি লাল হয়েছে সেই সে রক্ত লালে।
রাষ্টভাষা বাংলা হবে সেই দাবিতে নামল যারা পথে
বাংলা আমার বাংলা তোমার চলবে না কারো কথাতে।

বাংলা ভাষা মায়ের ভাষা,পাখির ভাষা,প্রাণের ভাষা
রফিক শফিউর জব্বারের বিলিয়ে দেয়া প্রাণের আশা।
পাখির সুরে নদীর টানে পাই যে খোঁজে বাংলা মাকে
বিশ্ব আজ সালাম জানায় শ্রদ্ধাভরে বাংলা মাকে।

No comments:

Post a Comment