Friday, April 1, 2011

পহেলা বৈশাখ

রমনার বটমূলে ছেলে-বুড়ো সবে
আনন্দে মেতে উঠে মহা কলরবে।
লোকেদের গায়ে শোভা পায় বাংলার রূপ
বিদেশী সংস্কৃতি তখন থাকে যেন চুপ।
গ্রাম থেকে শহরে বসে বৈশাখী মেলা
ছুটোছুটি লুটোপুটি কত নানা খেলা।
ইলিশ আর পান্তাভাত সবাই যায় খেতে
গরীব-দুখী ভুলে দুখ আনন্দে মেতে।
মেলাগুলো নানা রকম পশরা নিয়ে সাজে
আনন্দ ছাড়া মন বসে না যেন কোন কাজে।
পহেলা বৈশাখ হাসি-খুশিতে থাক ভরে
এ আনন্দ আসুক বাংলার প্রতিটি ঘরে।

No comments:

Post a Comment