Friday, April 27, 2012

নীরবতা ভেঙ্গে



পৃথিবীতে কলহের
নিত্য উপদ্রুব,
সময়ের শৃঙ্খল ভেঙ্গে
হারিয়ে যেতে চাই
           বহুদূর!
পিছুটানের শহর
আমায় নিশ্বাস
নিতে দেয় না,
ছাড়াতে দেয় না
মুহূর্তের বাধন
একমুঠো মুক্ত বায়ুর
প্রত্যাশায়
নিত্য হাহাকার

নীরবতা ভেঙ্গে
একদিন জেগে উঠি আমি,
আর জেগে উঠবে তুমিও,
ভেজা বায়ুর নিঃশ্বাসে
নেমে আসবে
এক পশলা বৃষ্টি,
হাত ধরে হাতে
আমরা চলে যাব
        বহুদূর

No comments:

Post a Comment