Friday, April 27, 2012

হায় ভাটফুল ঝরেছিলে জৈষ্ঠ্যের রাতে



পৃথিবীর পথে হেটে হেটে
কোথাও থেমে যাই
রূপসী রমনীর ভরা চোখে;
মিশরীয় রমনীর আলিঙ্গন
ছিন্ন করে
হাত বাড়িয়ে দেই
ভাটফুল হাতে বালিকার দিকে।

তার ভালবাসা ডানা
মেলে দেয়
সদ্য যৌবনা বটের মতো।
কত উড়ো পাখি উড়ে আসে
নির্লিপ্ত বালিকা
ভীত হয় ডাহুকের ত্রাসে।
লজ্জাবতী বালিকা
নিজেকে গুটিয়ে নেয়,
দোলনচাপার মতো।

ভালবেসেও নিশ্চুপ!
রাত্রির নীরবতা তার চোখে।
অচেনা পথিক সব শুনে বলে,

হায় ভাটফুল ঝরেছিলে জৈষ্ঠ্যের রাতে
To Read More

No comments:

Post a Comment