Sunday, September 11, 2011

দিগন্ত ছুঁয়েছে বর্ষার হাত

পানকৌড়ির ঠোঁট বেয়ে নেমে আসে
একফোটা জল,
স্নিগ্ধ চাহনির সাতকাহন মেলে
ছায়াকাব্য অবিরল।
শ্বেতরঙ্গনের ললাট ছুঁয়ে যায়
আদিমতার স্পর্শে
সন্ধ্যামণির পাপড়ি ঝরে,
চির নবীন এ বর্ষে!
ফুল হয়ে ফুটে যায়
সময়ের কালো পাতা;
বিরহীর ভেজা চোখে
স্পর্শহীন কাতরতা।
দিগন্তের কালো রেখা
নেমে আসে ভুলহীন
                 দৃষ্টিতে
বর্ষার হাত ছুয়ে ভিজে যাই
তুমি আমি     মহাকাব্যের
                  সৃষ্টিতে।
রংমহলে

No comments:

Post a Comment